সবাইকে Help করাই আমাদের লক্ষ।

শনিবার, ২৯ জুলাই, ২০১৭

Uc Mini Handler দিয়ে যে কোন কিছু ডাউনলোড করুন খুব সহজে!

আজকে আমি Gp এবং Banglalink ফ্রি নেট এর  মাধ্যমে Uc handler দিয়ে ডাউনলোড সমস্যার সমাধান করার চেষ্টা করবো।  
 Gp ফ্রি নেট বের হয়েছে অনেক দিন হলো আর কিছু দিন হল বাংলালিংক ফ্রি নেট এর ট্রিক বের হয়েছে এবং আশা করি আপনারা সবাই তা পেয়েছেন ( না পেলে এখান থেকে দেখুন)। এই ফ্রি নেট ট্রিকটা ২জি (2g) ইন্টারনেটের হওয়ায় স্পিড ১৫-৮০ কে.বি. সর্ব্বোচ্ছ, তাও শুধু Uc handler এ ভালো করে চলে। যার ফলে বড় ফাইল ডাউনলোড করা যায় না! অনেকের আবার ডাউনলোডি হয় না। আর তাদের জন্যই আমার এই পোষ্ট। আমার অনুরোধ আপনিও যদি এই সমস্যার শিকার হয়ে থাকেন তাহলে বাকি লিখা গুলো মনোযোগ দিয়ে পড়বেন। ইনশাল্লাহ আপনার আর ডাউনলোড সমস্যা থাকবে না। 
এবার কাজের কথায় আসি, আপনি হাই স্পিডে ফাইল ডাউনলোড করতে চাইলে আপনাকে নির্দিষ্ট কিছু site থেকে এবং নির্দিষ্ট  নিয়মে ফাইল ডাউনলোড করতে হবে। Website এর তালিকা এখান থেকে দেখে নিন। এবার আপনি যা ডাউনলোড করতে চান (যেমনঃ Movie) আমার দেওয়া Movie site লিষ্ট থেকে যে কোন একটা site এ যান। তারপর যে ছবি, গান বা ভিডিও ডাউনলোড করতে চান, ঐটাই ক্লিক দিন। তারপর যে ফরমেটে ডাউনলোড করতে চান ঐটাই ক্লিক দিন। এরপর ডাউনলোড শুরু হবে। আর যদি তা না হয়ে retry(1), retry(2) এমন দেখায় তাহলে ফাইলটাতে ক্লিক দিয়ে ধরে রাখেন। এবার নিচের কোনায় "•••" এ ক্লিক দিন। তারপর Details, এরপর Downward path এর সাইডে Copy তে ক্লিক দিন। এবার ফাইলটা ডিলিট করে দিন। তারপর আমার দেওয়া Proxy site এর প্রথমটাতে প্রবেশ করুন। এখানে নিচে একটা খালি বক্স দেখতে পাবেন। ঐখানে copy করা লিঙ্কটা পেষ্ট করুন, তারপর "go to site" ক্লিক করুন। ডাউনলোড পারমিশন চাইবে, নাম edit করে নামের শেষে ফাইল ফরমেট (যেমনঃ ভিডিও হলে .mp4, Audio হলে .mp3) দিন। তারপর ডাউনলোড এ ক্লিক দিন। এবার দেখেন কুপা স্পিডে ডাউনলোড হচ্ছে। না বুঝলে ss গুলা দেখুন। 

১। নিচের ছবির মতো ডাউনলোড অপশন আসলে গুল দাগ দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
২। ডাউনলোড অপশন ফলো করুন। তারপর ডাউনলোড দিন।
 ৩। এবার ডাউনলোড দেওয়া ফাইলটি চাপ দিয়ে ধরুন। ৪। "... " এ ক্লিক দিন। ৫। Detail এ ক্লিক দিন।
 ৬। copy করুন। ৭। ok
 ৮। hideop.co লিখুন। ৯। go তে ক্লিক দিন।
 ১০। past করুন। ১১। Go to site
 ১২। ফাইল এর নামের শেষে এর format দিন। ১৩। Download এ ক্লিক করুন।


আর তাও না বুঝলে Comment করে জানাবেন। ধন্যবাদ

আপনার একটি কমেন্ট আমাদের পরর্বতী পোস্ট লিখার অনুপ্রেরণা জোগায়। তাই আপনার মুল্যবান কমেন্ট করে পাশেই থাকুন। ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন