সবাইকে Help করাই আমাদের লক্ষ।

শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

[না দেখলেই মিস] এবার "DroidVPN" এ ফ্রি নেট চালান, ১০০% কাজ করবে।

আমার এই পোস্ট তাদের জন্য যারা এখনো "DroidVPN" দিয়ে ফ্রি নেট চালাতে পারেন না! তো শুরু করা যাক।

অনেকেই আছেন যারা "DroidVPN"  দিয়ে ফ্রি নেট চালাতে পারতেছেন না। আমি আজ দেখাবো "কি করে DroiVPN এ ফ্রি নেট চালাবেন।"

এর জন্য আপনার যা যা লাগবেঃ

১। টাকা এবং Mb ছাড়া GP বা Banglalink সিম।
২। DroidVPN v3.0.2.6 [অন্য version এ চলবে না। আর আপনার কাছে না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিবেন।]

( ডাউনলোড যেভাবে করবেনঃ লিঙ্ক ক্লিক দিন , তারপর সেকেন্ড wait করুন । "Skip" এ ক্লিক দিন এরপর "Create Download Link" এ
তারপর "Click here to Download")

এবার মূল কাজে আসি,,,,

প্রথমে আপনাকে একটা "DroidVPN" এর Account খুলতে হবে (যদি না থাকে)। এর জন্য আপনাকে DroidVPN এর website ( http://droidvpn.com) এ গিয়ে একটা account খুলে নিবেন(না পারলে কমেন্ট এ বলবেন)।

--------------------------------------------

[মেগা পোষ্ট ] জিপি এবং রবি ফ্রি নেট এখন এক সাথে,  না দেখলেই মিস !

--------------------------------------------

এবার "DroidVPN" Install করে open করুন(যদি install করা না থাকে)। তারপর বাম পাসের ••• এ ক্লিক দিন। এরপর "Account" এ যান। এখানে Username এর ঘরে আপনার account এর username আর password এর ঘরে  Password দিন। "Save my login Details" এ ক্লিক দিন।

--------------------------------------------

বাংলালিংক ফ্রি নেট সবার কাজ করবে ১০০%

--------------------------------------------

এবার setting এর পালা। সেটিং করতে আবারো বাম পাসের উপরের কুনাই ••• এ যান। তারপর Setting>UDP Setting. এরপর নিচের মতো করে সেটিং করুন-------

Remote UDP Port: 8080, 443, 500, 5000, 21 বা 22 ( আপনার ইচ্ছামত দিতে পারেন )
Local UDP Port: 0 বা 1
Choose UDP Mode: Mode 1
Tcount : 1000 বা 500
Rcount : 3 বা 114

এবার back এ আসুন। তারপর UDP এর নিচ থেকে যেকোনো একটা ফ্রি server সিলেক্ট করুন। এখন "Start" এ ক্লিক দিন। Connected হতে  ৫ সেকেন্ড এর বেশি দেরি হলে "Stop" ক্লিক করে সাথে সাথে "Start" এ ক্লিক দিন। এখন connected  হবেই।

বি.দ্রঃ কেউ না বুঝলে Comment করবেন ধন্যবাদ সবাইকে

আপনার একটি কমেন্ট আমাদের পরর্বতী পোস্ট লিখার অনুপ্রেরণা জোগায়। তাই আপনার মুল্যবান কমেন্ট করে পাশেই থাকুন। ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন