সবাইকে Help করাই আমাদের লক্ষ।

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

[মেগা পোষ্ট] জিপি এবং রবি ফ্রি নেট এখন এক সাথে, না দেখলেই মিস!

এবার ফ্রি নেট চালান আপনার সকল সিমে। কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই সত্য যে এখন আপনার সকল সিমে ফ্রি নেট চলবে (তবে স্পিড অনেক কম, তাতে কি! ফ্রি তো পাচ্ছেন, এটাই কম কিসের!?)।
তো শুরু করা যাক!

ফ্রি চালাতে আপনার যা যা লাগবেঃ

১। Freedom VPN. (আপনার কাছে না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।)
[যেভাবে ডাউনলোড করবেনঃ উপরের "এখানে" লিখাতে ক্লিক দিন। ৫ সেকেন্ড wait  করতে বলবে। ৫ সেকেন্ড wait করেন। তার পর "Skip" এ ক্লিক দিন। তারপর "ডাউনলোড"]

২। mb এবং tk ছাড়া একটা সিম।

→→→→→→→→→←←←←←←←←
বাংলালিংক ফ্রি নেট, ১০০% কাজ করবে। →→→→→→→→→←←←←←←←←

তো এবার মূল কাজে আসা যাক।

শুরুতেই আপনাকে একটা নতুন "APN's" খুলতে হবে। যেভাবে খুলবেনঃ Setting>More...>Cellular Networks>Access Point Names>Create New বা "+" এ ক্লিক দিন। তারপর নিচের মতো করে সেটিং করুন।
Name: Gp/Robi Free ( আপনার ইচ্ছা মত) APN: mms (gp হলে gpmms, robi হলে robimms)
এবার save করে নতুনটাতে ok দেন (মানে  নতুনটাকে এক্টিভ করেন)।

এখন চলে আসুন vpn এ। vpn এ ঢুকতেই একটা লিখা আসবে, ঐখান থেকে "Ok" দেন। তারপর সবার নিচ থেকে config এ যান। এরপর "Connection" এ যান। তারপর নিচের মতো করে সেটিং করুন।

Tweaks: China
Connection Mode: DNS

এবার ২বার "Back" এ আসুন। "Start Connection" এ ক্লিক দিন, ২ মিনিট অপেক্ষা করুন। Connecte হলে "ফ্রি" নেট এর মজা নিন।

আর কোন সমস্যা হলে Comment করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দুয়া করবেন।

আপনার একটি কমেন্ট আমাদের পরর্বতী পোস্ট লিখার অনুপ্রেরণা জোগায়। তাই আপনার মুল্যবান কমেন্ট করে পাশেই থাকুন। ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন