সবাইকে Help করাই আমাদের লক্ষ।

সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮

[A-Z] এবার খুব সহজে DroidVPN account তৈরি করুন, সবাই পারবেন।


আপনারা যারা DroidVPN এর জন্য Account খুলতে পারেন না, তাদের জন্য আমার এই পোষ্ট। আমি এই পোষ্টে খুব সহজে কি করে Account খুলতে হয় তা দেখাবো। তো চলুন দেখে নিই কি করে DroidVPN এর জন্য Account খুলবেন।

শুরুতেই Signup এ ক্লিক করুন বা DroidVPN এ "SIGNUP FOR FREE" তে ক্লিক করুন। অবশ্যই Chrome, Default Browser, Uc Browser বা Firefox ব্রাউজার ব্যবহার করবেন।
রেজিস্ট্রেশন পেজ আসার পর Username ঘরে Username দিন (কোন ফাকা/স্পেছ রাখা যাবে না। যেমনঃ RockZero)।
Password ঘরে আপনার পাসওয়ার্ড দিন (কমপক্ষে ৬ ডিজিট/অক্ষরের)।
Email ঘরে আপনার Email/GMail দিন (অবশ্যই নষ্ট নয় আর পাসওয়ার্ড জানেন এমন GMail দিবেন)।

DroidVPN Fill Form

এখন "I am not a Robot" এ ক্লিক দিন। Google ক্যাপচা পূরণ করতে বলবে, পূরণ করুন। কি করে করবেন?!

DroidVPN reCaptcha Filing

দেখুন লেখা আছে "Car" বা "Store Front" আর পাশে একটা গাড়ির ছবি বা দোকানের বারান্দায় কিছু লিখা এমন ছবি। আর এর নিচে অনেক গুলো ছবি। এই ছবি থেকে আপনাকে Car লিখা থাকলে গাড়ি আছে এমন ছবি গুলো সিলেক্ট করতে হবে।

 Also See...

Store Front লিখা থাকলে লিখা যুক্ত দোকান সিলেক্ট করতে হবে। Street Signs থাকলে যেগুলোতে লেখা আছে সে গুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি পরিবর্তন হয়ে নতুন ছবি আসে তাহলে আবার সিলেক্ট করবেন, যে পর্যন্ত না শেষ হয়। তারপর Verify এ ক্লিক করবেন।
আর একটা কথা, যতক্ষন পর্যন্ত Verify লেখা না আসবে Skip করে দিবেন। Verify আসলে সিলেক্ট করে Verify এ ক্লিক করবেন।

ঠিকমত ক্যাপচা পূরণ করতে পারলে Verify হয়ে যাবে। এরপর আপনি আপনার Gmail এ যাবেন। দেখবেন DroidVPN এর একটা mail আসছে, mail এ ক্লিক করে দেখুন। দেখবেন নীল কালারে লেখা Activation Link.

আপনি Activation Link এ ক্লিক করে Account এক্টিভ করবেন।

কাজ শেষ, হয়ে গেলো আপনার DroidVPN account.

কি করে সেটিং করবেন DroidVPN? নিচের পোষ্টটি দেখুন।


এরপর ও যদি না বুঝে থাকেন তাহলে নিচ থেকে ভিডিও টি দেখুন।

আশাকরি এর পর আর সমস্যা হবে না।

পোষ্টি পরার জন্য ধন্যবাদ।

আপনার একটি কমেন্ট আমাদের পরর্বতী পোস্ট লিখার অনুপ্রেরণা জোগায়। তাই আপনার মুল্যবান কমেন্ট করে পাশেই থাকুন। ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন