সবাইকে Help করাই আমাদের লক্ষ।

সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

আপনি কি অনলাইন এ ইনকাম করতে চান? তা হলে এই পোস্টটা আপনার জন্য।

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশাকরি ভালোই আছেন। অনেক দিন পর এই পোস্ট টা লিখছি। মাঝে অনেক সমস্যায় ছিলাম তাই পোস্ট করার সময় পাইনি। যাই হোক এবার কাজের কথাই আসি।

আজ আমি অনলাইন এ আই (ইনকাম) করার টিপ্স নিয়ে পোস্ট করতে যাচ্ছি। অনেক গুলো বিষয় থাকবে, আর বিস্তারিত ভাবে দেওয়ার চেষ্টা করবো। তাই পার্ট ও হবে অনেক গুলো।
এই পার্টে আমি যে যে বিষয় নিয়ে পরবর্তীতে পোস্ট করব তা তুলে ধরব। আশাকরি সবগুলো পোস্ট পরবেন।

 >> তো দেখে নেওয়া যাক কি কি থাকছে পরবর্তী পোস্ট গুলোতে,,,,,,,,,

১. আউটসোর্সিং এর মাধ্যমে ইনকাম করুন, 
২. ইন্টারনেট এ ছোট ছোট কাজ করে ইনকাম করুন,। (এটাকে আউটসোর্সিং ও বলা যাই)
৩. পি.টি.সি বা অ্যাড (Ad.)দেখে ইনকাম করুন,
৪. গুগল এডসেন্স (Google Adsense) এর মাধ্যমে,
৫. ছবি তোলে/বিক্রি করে,
৬. নিজের ওয়েবসাইট থেকে,
৭. ইবুক থেকে,
৮. YouTube থেকে ইনকাম। (যা Google Adsense এর মাঝে পরে।)
৯. ইমেইল মার্কেটিং,
১০. ফাইল শেয়ার এর মাধ্যমে,
১১. রেভেনিউ শেয়ারিং,
১২. ওয়েব ডিজাইন,
১৩. ওয়েব ডেভেলপমেন্ট,
১৪. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এস.ই.ও.),
১৫. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট।

দেখে নিলেন তো কি কি বিষয়ে আমরা পরর্বতীতে বিস্তারিত জানবো।  আর হে  পরর্বতী পোস্ট গুলো মিস করবেন না।
আর একটা কথা, আপনাদের যে কোন সমস্যা আমাদের জানাবেন। যতটুকু সম্ভব  হয় সাহায্য করবো।

পোষ্টটা পরার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার একটি কমেন্ট আমাদের পরর্বতী পোস্ট লিখার অনুপ্রেরণা জোগায়। তাই আপনার মুল্যবান কমেন্ট করে পাশেই থাকুন। ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন